মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার ঘরের চালার উপর ভেঙে পড়েছে। দুমড়ে মুচড়ে নীচের দিকে দেবে গেছে চালা। এসময় ঘরের ভিতর চাপা পরে তিন ব্যক্তি আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া গ্রামের হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, পদ্মা সেতুর পাশ দিয়ে পদ্মা নদীর উপর জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ চলছে দীর্ঘ দিন ধরে। শনিবার পদ্মা নদীর আধা কিলোমিটার দূরে ভূমির উপর মোজাম্মেল চেয়ারম্যানের বাড়ির কাছে শ্রমিকরা একটি বিদ্যুৎ টাওয়ারের নির্মাণ কাজ করছিল। বিকেল ৪ টার দিকে হঠাৎ করে নির্মাণাধীন টাওয়ারটি ভেঙে পরে পাশের একটি বাড়ির ঘরের উপর। এসময় ঘরটি দুমড়ে মুচরে ভেতর দিকে দেবে যায়। ঘরের ভেতর চাপা পড়ে আহত হয় শিমুলিয়া গ্রামের রুবেল বেপারীর মেয়ে জান্নাতুল ফেরদুস(১১) বাচ্চু বেপারীরর ছেলে জুয়েল বেপারী(২৬) ও রুবেল বেপারীরর স্ত্রী রুমা বেগম (৩০)।
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান, অসাবধানতা বতশ কাজ করতে গিয়েই টাওয়ারটি ভেঙে পড়েছে। ঘটনার পর পর শ্রমিকরা পালিয়ে যায়।এ ঘটনায় তিনজন আহত হলেও কেউ নিহত হয়নি। ঘটনা মিমাংশার চেষ্টা চলছে।#