লৌহজং প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০টি ভূমিহীন পরিবার পেলেন স্থায়ী ঠিকানা। মঙ্গলবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এক ভিডিও কনফাারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রককল-২ এর আওয়ায় ৩য় পর্যায়ের ঘর বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল এ ১০টি পরিবারের হাতে ঘরের চাবি ও রেজিষ্ট্রিকৃত দলিল তুলে দেন।
প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার টাকা করে ব্যয় হয়েছে। আধাপাকা এই ঘরগুলো পোক্ত করে তৈরি ছাড়াও বিশুদ্ধ পানি, বিদ্যুত সংযোগ ও রাস্তা সুবিধা রয়েছে। পরিবারগুলো যাতে ভালোভাবে সববাস করতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছে।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা এই ঘর গুলো হস্তান্তর করা হয়। মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে নতুন ঠিকানা হিসেবে প্রধান মন্ত্রীর এই ঈদ উপহার পেয়ে ১০টি পরিবারের মধ্যে জেনো আনন্দের বন্যা বয়ে যায়।