সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের
বক্তিগত উদ্যোগে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিজ অর্থানে ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন গোলাম সারোয়ার কবীর।
এসময় রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আবু সাঈদের সভাপতিত্বে ও ইউপি সদস্য জয়ন্ত ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মইনুল হাসান নাহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার এ আলম, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান, বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন।